HR, Productivity

ড্রিম Job

dream-job

ক্যারিয়ারের শুরুতে আপনি “ড্রিম জব” না পেলেও, প্রথম জব থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন।
প্রথম চাকরি আমাদেরকে অনেক সময় আমাদের কমফোর্ট জোনের বাহিরে নিয়ে যায়, যা কিনা আমরা চিন্তাও করিনা। এইভাবে প্রথম চাকরি আমাদের এগিয়ে যাওয়ার পথ কে সঠিক আকার দিতে সহায়তা করে।”​
মনের মতো কোনও জিনিসই সহজে আসেনা। তার জন্য বহুদিনের পরিশ্রম ও অধ্যাবসায়। তবে বহু পরিশ্রম ও মনোনিবেশের পরও কিছুতেই মনের মতো কাঙ্খিত লক্ষ্যকে ছুঁতে না পারলে অনেকেই ভীষণই ভেঙে পড়েন।
বর্তমান সময়ে কোম্পানি গুলো এমন লোক চাচ্ছে যারা টেকনোলজি সম্পর্কে ভাল ধারণা রাখে করোনাকালীণ সময়ে বিশ্বের বড় বড় কোম্পানি গুলো “ওয়ার্কিং ফ্রম হোম ” কে গুরুত্ব দিয়েছে। কিছু কিছু কোম্পানি তাদের অফিসে কর্মী ফিরিয়ে আনলেও বেশিরভাগ কোম্পানি এখন কর্মীদের অফিসে কাজের পাশাপাশি বাসা থেকে কাজ করারও সুযোগ দিচ্ছে।
আপনাকে এই মুহূর্তে আপনার ড্রিম জব পেতে হলে বেশকিছু বিষয় গুলোতে নজর দিতে হবে, যাতে আপনি নিজেকে প্রথমে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে রাখতে পারেন । আপনাকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি এবং সার্টিফিকেটের বাইরে গিয়ে সেরা কিছু স্কিলের অধিকারী হতে হবে যা এই মুহূর্তে প্রায় সকল কোম্পানি চায়।

চলুন জেনে নেই আপনার কি ধরণের Hard Skill এবং Soft Skill অর্জন করা উচিত যা ভবিষ্যতে আপনাকে ড্রিম জব পেতে সহায়তা করবে।

১. নিরবচ্ছিন্ন ভাবে শিখতে থাকা
২. টাইম ম্যানেজমেন্ট
৩. Collaboration
৪. ইমোশনাল ইন্টেলিজেন্স
৫. সৃজনশীলতা এবং স্থিতিস্থাপকতা
৬. প্রজেক্ট ম্যানেজমেন্ট
৭. ক্লাউড কম্পিউটিং
৮. সোশ্যাল মিডিয়া জ্ঞান
৯. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিল

বর্তমান সময়ে উপরের প্রফেশনাল স্কিল গুলো আপনাকে নিঃসন্দেহে যব মার্কেটে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। নিজের মধ্যে এই স্কিল গুলো ডেভেলপ করার এখনই উপযুক্ত সময়, আজকে থেকে লেগে পড়ুন এবং এই স্কিল গুলো দিয়ে নিজের সিভিকে আরও আরও সমৃদ্ধ করুন৷

ড্রিম জব পেতে Professional Skills এর পাশাপাশি প্রয়োজন 𝐇𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬 𝐚𝐭 𝐰𝐨𝐫𝐤𝐩𝐥𝐚𝐜𝐞, 𝟑𝟔𝟎 𝐝𝐞𝐠𝐫𝐞𝐞 𝐚𝐩𝐩𝐫𝐚𝐢𝐬𝐚𝐥, 𝐇𝐑 𝐀𝐮𝐝𝐢𝐭, 𝐂𝐨𝐧𝐟𝐥𝐢𝐜𝐭 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 এর মতো গুরুত্বপূর্ণ বিয়ষগুলোর উপর ট্রেইনিং। আর এইসব আধুনিক HR প্র্যাকটিস গুলোকে হাতে-কলমে শিখার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষ ইন্ডাস্ট্রি এক্সপার্টস।

বর্তমানে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান আধুনিক কন্টেন্ট সহ PGDHRM কোর্স অফার করছে। আপনার পছন্দ অনুযায়ী PGDHRM কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। তবেই HR প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন আরো বেশী আত্নবিশ্বাসী এবং দক্ষ।